Thursday, February 9

আনন্দে ভাসছে কানাইঘাট:সুরমার সেতু নির্মাণ কাজ সম্পন্ন

নিজাম উদ্দিন/মাহবুবুর রশিদ/কাওছার আহমেদ:

আনন্দে ভাসছে কানাইঘাট ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর ১৫লক্ষাধিক মানুষ। শত বছরের স্বপ্ন কানাইঘাট সদরে সুরমা নদীর উপর নির্মিত জিয়াউর রহমান সেতুর কাজ সম্পন্ন হওয়ায় নতুন করে সংযোগ স্থাপন হলো পার্শ্ববর্তী ৭ উপজেলাসহ সমগ্র দেশের সাথে। এখন শুধু উদ্বোধনটাই বাকি রয়েছে। প্রধানমন্ত্রী নিজ হাতেই এই স্বপ্নের সেতুটি উদ্বোধন করবেন বলে আশা করছেন এলাকাবাসী। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সুরমা নদীর উপর ২৯৩.৯২ মিটার দীর্ঘ ও ৯মিটার প্রস্ত সেতু নির্মাণের জন্য ২০০৫ অর্থ বছরে দরপত্র আহ্বান করা হয়। এতে কাজের দায়িত্ব পায় তৎকালীন চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকার ও পল¬ী উন্নয়ন সমবায় মন্ত্রী আব্দুল মান্নানের আর্শীবাদপুষ্ঠ আব্দুল মোনায়েম কোম্পানী লিমিটেড। পল¬ী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২৪কোটি ২৪লক্ষ ৭৯হাজার ৩শত ১৮টাকা ১৭ পয়সা। কাজের ভিত্তিপ্রস্তর করা হয় ২০০৫সালের ২০ ফেব্র“য়ারী এবং কাজ উদ্বোধন হয় ২০০৬ সালের পহেলা সেপ্টেম্বর। উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরী। কাজ সম্পন্ন করার নির্ধারিত মেয়াদ ছিল ২০০৯ সালের ৮ফেব্র“য়ারী কিন্তু নির্ধারিত সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করতে না পারায় দু’দফা মেয়াদ বাড়ানো হয়। এতে এলাকায় নানা জল্পনা কল্পনা শুরু হয়। চলতি বছরের চলতি মাসেই সেতুর কাজ সম্পন্ন হওয়ায় উপজেলাবাসীর মুখে হাসি ফোটে। এ সেতুটি নির্মাণের ফলে কানাইঘাটের সাথে জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সহ সমগ্র দেশের সাথে মানুষের ব্যবসা-বানিজ্যে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে তেমনি অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে। কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বৃহত্তর জৈন্তিয়ার শত বছরের দাবী পূরণ হয়েছে সুরমার উপর জিয়াউর রহমান সেতু সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে। কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আ’লীগ নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, এ সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় উত্তর-পূর্ব সিলেটের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটেছে এবং এই এলাকার জনসাধারন যথেষ্ট উপকৃত হবে। কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, কানাইঘাটবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু নির্মিত হওয়ায় এলাকাবাসীর আশা পূরণ হলো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়