কানাইঘাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে গত শনিবার(৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় স্কুল ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুল আলম বাবুলের পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল বাছিত, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ওলিউল্লাহ অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী জসিম উদ্দিন, জাফর আহমদ, কুদরত উল্লাহ, হাজী জালাল আহমদ ও জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়