কানাইঘাটে ইভটিজিং এর অভিযোগে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। ভ্রাম্যমান আদালত গত বৃহস্পতিবার এ দন্ড দেন। স্থানীয় সূত্র জানায়,কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর জনৈক ছাত্রী প্রতিদিনের মত গত বৃহস্পতিবার কোচিং ক্লাস শেষে সকাল ১০টায় বাড়ী ফিরছিল। কানাইঘাট থানা কমপ্লেক্সের পাশে অবস্থিত স্কলার’স মডেল স্কুলের সামনে আসা মাত্র আগে থেকে ওঁৎপেতে থাকা নন্দিরাই গ্রামের মৃত মুহিবুর রহমান (দুরমুজ) এর ছেলে আবুল কালাম (২২) ঐ ছাত্রীর পিছু নেয়। সে তাকে দেখে অশ্লীল ভাষায় কথা বার্তা বলে এবং ওই ছাত্রীর গতিরোধ করে। এ সময় ছাত্রীর সুর-চিৎকারে আশপাশের দোকান থেকে লোকজন এসে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেয়। পরে ঐ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় কালামকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-(১৭)/ ২৩/০২/১২)। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার থানার এসআই এনাম উদ্দিন আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত বখাটে কালামকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেনের বাসভবনে নিয়ে যান। রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধৃত কালামকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকাল শুক্রবার কালামকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়