Tuesday, February 14

কানাইঘাটে সংঘর্ষের ঘটনায় অধ্যক্ষ সহ ৩৫জনের বিরুদ্ধে মামলা

কানাইঘাট সড়কের বাজারে মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সমিসহ ৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে জানা যায়, অধ্যক্ষ সমি নিজের অপরাধ কর্মকান্ড ঢাকার জন্য ছাত্রদের লেলিয়ে দিয়ে এলাকাবাসীর বিরুদ্ধে গত রোববার সকাল ১১টায় একটি ঝাড়ু– মিছিল বের করান। এসময় স্থানীয় সড়কের বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মিছিলটি পন্ড করার চেষ্টা করলে বিক্ষুব্ধ ছাত্ররা পাল্টা হামলা ও বাজারের দোকান-পাট ভাংচুর করে। এতে উভয় পরে ২০/২৫জন আহত হন এবং বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচুর ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় শাহ্পুর গ্রামের জয়নাল আবেদীন বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সমি সহ ৩৫জন এবং আরো ১৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা (নং- ৯) ১২-০২-০১২। মামলার বিষয়টি এলাকায় জানাজানি হলে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় আবারো অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী আশংঙ্কা প্রকাশ করছেন। এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে। তবে দায়েরকৃত মামলা তদন্ত চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়