পূর্ব শত্রুতা ও মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার কানাইঘাটে লখাইর গ্রামে প্রতিপক্ষের একটি গাভী চুরির পর খড়ের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের পর পুলিশ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। মামলা সূত্রে জানা যায়, লখাইর গ্রামের মৃত হাজী তবারক আলীর পুত্র মাসুক উদ্দিন গংদের সাথে একই গ্রামের তমছির আলীর পুত্র এবাদুর রহমান ও জয়নাল গংদের মধ্যে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা চলছে। এর জের ধরে গত ২১ফেব্র“য়ারী গভীর রাতে জয়নাল গংরা মাসুক উদ্দিনের বাছুর রেখে একটি গাভী ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মাসুক উদ্দিন গ্রাম্য বিচার প্রার্থী হলে ক্ষিপ্ত হয়ে এবাদুর রহমান গংরা গত সোমাবার সকাল ১০টায় দলবলে মাসুক উদ্দিনের বসত বাড়ীতে চড়াও হয়ে সীমানা নির্ধারনের নামে মাটি খুঁড়ে খাল খনন করে ও যাবার সময় তার খড়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় মাসুক উদ্দিন থানায় ১৭জনের বিরুদ্ধে গরু চুরি ও ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করলে থানার এস.আই শফিক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। অভিযুক্তরা পুলিশের উপস্থিতিতে তাদের অপরাধের কথা স্বীকারও করে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়