কানাইঘাট সদর ইউনিয়নের সূতার গ্রামে গত বুধবার(২৫ জানুয়ারী) রাতে এক দিনমজুরের সনের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা। জানা যায় গোসাইনপুর গ্রামের আলতাফ হোসেনের মালিকানাধীন সূতারগ্রামের একখন্ড জমির উপর মাটির ঘর তৈরী করে গত ২০ জানুয়ারী থেকে দিনমজুর আব্দুল জব্বার (৩৮) তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। গত বুধবার রাত অনুমানিক সাড়ে ১১টার সময় কে বা কাহারা আব্দুল জব্বারের ঘরে আগুন ধরিয়ে দিলে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভাতে গিয়ে আব্দুল জব্বার আহত হন। আগুনে পুড়ে ঘরের হাস-মুরগি মারা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, জমির খন্ডটি নিয়ে বিরোধ থাকায় এর জের ধরে অসহায় আব্দুল জব্বারের ঘর অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়