Saturday, January 14

কানাইঘাটে ডাকাত গ্রেফতার

কানাইঘাটের জুলাই গ্রামের ফ্রান্স প্রবাসী ফারুক আহমদের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার সাথে জড়িত এক কুখ্যাত ডাকাতকে জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার গোটারগ্রাম থেকে স্থানীয় জনাত আটক করে গত বৃহস্পতিবার রাত ৮টায় কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। জানা যায় ফ্রান্সপ্রবাসী ফারুক আহমদের বাড়ীতে ডাকাতির সাথে জড়িত জকিগঞ্জ বারহাল ইউনিয়নের শরীফাবাদ গ্রামের কুখ্যাত হেলাল ডাকাতের পুত্র জাকির আহমদ (২২) কে গত বৃহস্পতিবার বেলা ১টায় জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের জনৈক একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে ডাকাতির লুন্ঠিত স্বর্ণালংকার বিক্রি করতে গেলে তার গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে গিয়ে গোটারগ্রামে আশ্রয় নেয়। পরে সেখানে স্থানীয় লোকজন হানা দিয়ে ইউপি সদস্যের উপস্থিতিতে জাকির ডাকাতকে ধরে মানিক ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয় ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিনের উপস্থিতিতে জাকির ডাকাত ফ্রান্সপ্রবাসী ফারুক আহমদের বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে কানাইঘাট থানার এসআই শফিক খান মানিকপুর ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে ঐ ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে ফ্রান্স প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মামলা রয়েছে। অপর দিকে থানার এসআই হাবিব গত বৃহস্পতিবার রাতে এক অভিযান চালিয়ে একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কানাইঘাট সদর ইউপির সোনাপুর গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আম্বিয়া (২৮) গ্রেফতার করে। এরমধ্যে বিভিন্নসূত্রে জানা গেছে গ্রেফতারকৃত ডাকাত জাকির আহমদকে গতকাল কানাইঘাট থানা পুলিশ আদালতে সোপর্দ করার পর তার জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিলে পুলিশ ভ্যান থেকে সে হাতকড়া নিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়