Saturday, January 28

হাতিম-ইউসুফ মেমোরিয়াল কিন্ডারগার্ডেন এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

শিশুদের লেখাপড়ার পাশাপাশি শারিরীক বিকাশে খেলাধুলার প্রয়োজন। আজকের শিশুরা আগামী দিনের সমাজ গড়ার কর্ণদার। তাই আগামীর দেশ গড়ার প্রজন্ম শিশুদের পড়াশুনার পাশাপাশি সুস্থবিনোদন এবং খেলাধুলার বিকল্প নেই। আজ শনিবার বিকেলে কানাইঘাট উপজেলার চতুলবাজারের হাতিম, ইউসুফ মেমোরিয়াল কিন্ডারগার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।এলাকার বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব নূর উদ্দিনের সভাপত্বিতে ও কিন্ডারগার্ডেনের সহকারী শিক্ষক সারওয়ার জাহান শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড.দিলীপ কুমার দাস চৌধুরী, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, বার্তাসংস্থা আইএনবির নিজস্ব প্রতিবেদক অরুন সরকার।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, হাতিম. ইউসুফ মেমোরিয়াল কিন্ডারগার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষানুরাগী ও সাংবাদিক জাকারিয়া আলম জামিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট শিহাব উদ্দিন, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশিদ (সাবেক মেম্বার), সুবেদার আফতাব উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নূর আহমদ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সিলেট জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসাইনকে স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইসমাঈল আলী ও প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া আলম জামিল ।অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি তিনদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের এবং ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়