Thursday, January 26

শীগ্রই কমিটি ঘোষণা:কানাইঘাট যুবলীগ নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য

দীর্ঘদিন ধরে কমিটি বিহীন সাংগঠনিকভাবে বিপর্যস্ত জিমিয়ে পড়া কানাইঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে শীগ্রই নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার(২৬ জানুয়ারী জেলা যুবলীগ নেতৃবৃন্দ বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় ডাক বাংলায় দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উপজেলা যুবলীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সে লক্ষ্যে জেলা যুবলীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করতে উপজেলা যুবলীগের বিদ্ধমান আব্দুল হেকিম শামীম ও মাসুক আহমদের নেতৃত্ত্বাধীন গ্রুপ ও উপ গ্রুপের নেতাকর্মীরা শোডাউন প্রদর্শন করে। এক পর্যায়ে সভাস্থলে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে জেলা নেতৃবৃন্দের কঠোর হস্তক্ষেপে কোন ধরনের অপৃতিকর ঘটনা ঘটেনি। এবং অপৃতিকর ঘটনা এড়াতে স্থানীয় যুবলীগের কোন নেতাকর্মীকে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমানের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন কামরান জেলা যুবলীগ নেতা আশিকুর রহমান মাসুক, দিদার আহমদ, তিতাস। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে নেতা কর্মীদের আশ্বস্থ করে বলেন, শীগ্রই কানাইঘাট উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হবে। কর্মীদের হুসিয়ারী উচ্চারন করে নেতৃবৃন্দ বলেন, নিজেদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা ও দলাদলী বর্দাস্ত করা হবে না। সকল বেধাবেদ ভূলে গিয়ে দলকে শক্তিশালী করতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান জেলা নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামিম, মাসুক আহমদ, হুসেন আহমদ, দুদু মিয়া, এনামুল হক, নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়