কিশোরকন্ঠ পাঠক ফোরাম কানাইঘাট ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত অনুর্ধ এস.এস.সি/দাখিল সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০১২ এর ফাইন্যাল খেলা ও পুরস্কার বিতরণ আজ মঙ্গলবার কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজ শাখা সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুক আহমদ জুবায়েরের পরিচালনায় খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের সাবেক পৃষ্ঠপোষক এ.কে.এম ওলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ সেলিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক নিজাম উদ্দিন, সমাজসেবী কামাল উদ্দিন, কবির আহমদ, ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের বিজয়ী দল কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অর্জনকারী কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়