Thursday, January 19

রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ঐতিহ্যবাহী কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক শামীম আহমদের পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্য ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিা কর্মকর্তা আব্দুল বাছিত। উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুন নূর, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক কাওছার আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্যে স্কুলের প্রধান শিক মামুন আহমদ, স্কুলের বিভিন্ন সমস্যা তোলে ধরে বলেন, পর্যাপ্ত পরিমাণ ভবন না থাকায় স্কুলের ৭শতাধিক শিার্থীর সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। তিনি শিার্থীদের লেখা পড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত একটি ভবন নির্মাণের জন্য সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের হস্তপে কামনা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিার্থীদের অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়