Sunday, January 15

জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদককে কানাইঘাটে সংবর্ধনা

সিলেট জেলা আ’লীগের সহসভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমদ বলেছেন, কোন কিছু চাওয়া-পাওয়ার আশায় নয় জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আদর্শের প্রতি অভিচল থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ ও অর্থনৈতিকভাবে দারিদ্রমুক্ত সমৃদ্ধ দেশ গঠনের পাশাপাশি একাত্তরের চিহ্নিত যুদ্ধাঅপরাধীদের বিচার, দেশে আইনের শাসন কায়েম, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণসহ সকল হত্যা কান্ডের বিচারের মাধ্যমে জাতীকে কলঙ্কমুক্ত করার দৃড় প্রত্যেয় নিয়ে কাজ করে যাচ্ছেন তখন দেশকে ওরাজকথার দিকে ঠেলে দিয়ে যুদ্ধাপরাধীদের রা করার জন্য বিএনপি’ জামায়াত জোট নৈরাজ্যের পথ বেঁচে নিয়েছে। আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অশুভ শক্তির সকল তৎপরতা রাজপথে প্রতিহতের মাধ্যমে শেখ হাসিনার ডিজিটাল বাংরাদেশ নির্মাণে সকল বেধাবেধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মাসুক উদ্দিন আহমদ গত শনিবার বিকেল ৫টায় কানাইঘাট সীমার বাজারে জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিকের সম্মানে গাছবাড়ী সীমার বাজার আঞ্চলিক শাখা আ’লীগ অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সীমার বাজার আঞ্চলিক শাখা আ’লীগের সভাপতি নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন ও জামিল আহমদের যৌথ পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা এডভোকেট আব্দুল খালিক, আ’লীগ নেতা এডভোকেট আব্দুস সাত্তার, মাষ্টার আব্দুল খালিক। বক্তব্য রাখেন, থানা যুবলীগ নেতা সালেহ আহমদ, তাজুল ইসলাম, শরীফ উদ্দিন, নাজিম উদ্দিন, সামসুর রহমান, কামাল আহমদ, শাহেদ আহমদ, আব্দুল মৌলা, থানা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগের উপ সম্পাদক হামজা হেলাল, হারুন রশিদ, সুমন আহমেদ, শিব্বির আহমেদ ওসমানী, শিব্বির আহমদ, আক্তার হোসেন, সারওয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, রব্বানী, সুলেমান, আবুল কালাম, ইয়াহিয়া, কিবরীয়া, কয়েস, সুহেল, দেলোওয়ার হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কানাইঘাটের গাছবাড়ি এলাকার কৃতি সন্তান আ’লীগের পরীতি সৈনিক সংবর্ধিত জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিককে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বিপুলভাবে মাল্য ভূষিত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়