কেন্দ্রীয় সভাপতি শুক্রবার দেশে আসছেন
জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, পূর্ব সিলেট আযাদ দ্বিনী আরবী মাদ্রাসা শিাবোর্ডের মহা-সচিব এবং কানইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহদ্দিস মাওঃ আলিম উদীন দূর্লভপুরী পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৯ ডিসেম্বর শুক্রবার দেশের উদ্দেশ্যে সিলেট এমে.জি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। দূর্লভপুরীর আগমন উপল্েয বিমান বন্দরে ব্যাপক সংবর্ধনার আয়োজন করেছে জমিয়তে উলামা কেন্দ্রীয় কমিটির। ঐদিন সকালে গাড়ির বহর নিয়ে প্রথমে জমিয়তের নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওঃ সসামছুদ্দিন দূর্লভপুরীর যুগ্ম মহ-সচিব মাওঃ নজরুল ইসলাম সহকারী মহাসচিব মাওঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওঃ ক্বারী হারুন রশীদ চতুলী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওঃ খালিদ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক মাওঃ বিলাল আহমদ, প্রচার সম্পাদক মাওঃ আব্দুল হামিদ মখছুছ এবং মাওঃ আব্দুস শাকুরের নেতৃত্বে বিমান বন্দরে যাবেন। পরে বিমান বন্দরে মাওঃ আলিম উদ্দিন দূর্লভপুরীকে দলের কেন্দ্রীয় কমিটির প গণসংবর্ধনা দেওয়ার পর গাড়ির বহর নিয়ে হরিপুর বাজার মাদ্রাসা গেইট স্ট্যান্ডে দ্বিতীয় সংবর্ধনা এবং বাদ জুমআ দরবস্ত বাজার চৌমুহনীতে স্থানীয় জমিয়তে উলামা কর্তৃক গণসংবর্ধনা দেওয়া হবে মাওঃ দূর্লভপুরীকে। সর্বশেষ বিকেল ৩টায় কানাইঘাট চতুল বাজার স্ট্যান্ডে বড়চতুল ইউপি শাখা জমিয়তের উদ্যোগে সংবর্ধনা শেষে বিকেল ৪টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসায় আল্লামা মুশাহীদ বাইয়মপুরী (রঃ)র মাজার জিয়ারত শেষে তিনি নিজ গ্রামে অবস্থান করেন। জমিয়তে উলামা বাংলাদেশের মহাসচিব মাওঃ সামসুদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়