Saturday, December 31

কানাইঘাটে আবারো এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি

নিজাম উদ্দিন:

কানাইঘাটে গত শুক্রবার(৩০ ডিসেম্বর) গভীর রাতে আবারো এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত দশ দিনে এনিয়ে কানাইঘাটে ৩ প্রবাসীর বাড়িতে অস্ত্রধারী ডাকাতদল হানা দিয়ে ল ল টাকার মালামাল লোট করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে ডাকাত আতংক বিরাজ করছে। ডাকাতি ঘটনার খবর পেয়ে গতকাল জেলা পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রবাসীর বাড়িতে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য কানাইঘাট থানার নবাগত ওসি রফিকুল হোসাইন কে নির্দেশ দিয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত অনুমানিক ২টায় উপজেলার ৫নং বড়চতুল ইউপি’র চতুল ঈদগাহ বাজার সংলগ্ন মুক্তাপুর গ্রামের মৃত মাওঃ ফজলুর রহমানের দুবাই প্রবাসী পুত্র ইয়াহহিয়া (৪২) ও তার সহোদর ভাই ঈদগাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিতের বাড়িতে ২০/২৫জনের অস্ত্রধারী ডাকাতদল হানা দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় সদ্য দেশে ফেরত দুবাই প্রবাসী মোঃ ইয়াহহিয়া ডাকাতদেরকে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে তাকে রক্তাক্ত আহত করে নগদ ৪ল টাকা, ৮ভরি স্বর্ণালংঙ্কার, দু’টি মোবাইল সেট লোট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাবার পর বাড়ির লোকজনের আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গুলিবিদ্ধ প্রবাসী ইয়াহহিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে সংঘটিত ডাকাতির ঘটনার আধ ঘন্টা পর কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে ব্যার্থ হয় এবং ডাকাতদের ফেলে দেওয়া দেশীয় একটি এলজি গানের পিছনের অংশ উদ্ধার করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা ব্যবসায়ী আব্দুল বাছিত বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ রফিকুল হোসেইনের সাথে যোগাযোগ করা হলে তিনি ডাকাতি ঘটনার কথা স্বীকার করে বলেন, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তিনি জনমনে আতংকের সৃষ্টি না হয় ও এ ধরনের অপরাধ কর্মকান্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য থানা জুড়ে পুলিশী টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অপরাধ কর্মকান্ড দমনে শীঘ্রই পুলিশের উদ্যোগে জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য লোকজনদের নিয়ে জনসচেতনতা মূলক অনুষ্ঠান এবং কমিউনিটি পুলিশের কার্যক্রম শক্তিশালী করা হবে। উল্লেখ্য যে গত ২১ ডিসেম্বর জুলাই গ্রামের ফ্রান্স প্রবাসী ফারুক আহমদ ও গত ২৭ডিসেম্বর নিজ ঝিংগাবাড়ি ইউনিয়নের মৃত ওলিউল্লাহর ৪ সৌদী প্রবাসী সহোদর পুত্রের বাড়িতে পৃথক দু’টি দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

শেয়ার করুন

2 comments:

  1. মেহেদী,সিলেটJanuary 1, 2012 at 10:52 PM

    থানা পুলিশ কি ঘুমিয়ে থাকে?

    ReplyDelete
  2. কামাল,সড়কের বাজারJanuary 1, 2012 at 10:53 PM

    আইন শৃংখলার চরম অবনতি

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়