নিজাম উদ্দিন :
বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকের রহমানের ৪৭তম জন্ম বার্ষিকী উপল্যে কানাইঘাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে গত রবিবার বিকেল ৫টায় কানাইঘাট উত্তর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা জাকির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি এম.এ.লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা সালমান রশিদ, নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন, যুবদল নেতা গুলজার আহমদ, আবু সিদ্দেক, ফয়সল আহমদ, আছার উদ্দিন, মিছবাহুর রহমান, বিলাল উদ্দিন, ছাত্রদল নেতা ওলিউর রহমান, শরিফ আহমদ, জাহাঙ্গীর আলম, ইমন আহমদ, আশিকুর রহমান, মোহাম্মদ আলী, নজমুল ইসলাম, রায়হান, আশিকুর রহমান, রুহুল আমিন, আব্দুল জব্বার, ফারুক আহমদ, জামিল, ফয়েজ উদ্দিন, কুদরত মুসলিম, শাহাব উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে তারেক রহমানের দীর্ঘই জীবন কামনা করে মোনাজাত করেন মাওঃ হুদুর রহমান। এছাড়া আলোচনা সভায় তাকের রহমানের জন্মদিন উপল্যে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়