Monday, October 3

কানাইঘাটে সুরমা নদী থেকে
এক পাথর শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

কানাইঘাটে তিন দিন পর সুরমা নদী থেকে এক পাথর শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা (কোনাপাড়া) গ্রামের আব্দুল হকের পুত্র আব্দুল করিম (২৬)। জানা যায়, গত শনিবার নিজ বাড়ী থেকে সন্ধ্যার পর স্থানীয় মুলাগুল নয়াবাজারে কেনাকাটার জন্য যান। ঐ দিন গভীর রাত পর্যন্ত বাড়ী না ফিরলে তার আত্মীয়-স্বজনরা সম্ভাব্য বিভিন্ন জায়গা খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে পিতা আব্দুল হক কানাইঘাট থানায় গত রবিবার একটি সাধারণ ডায়রী করেন। গতকাল সোমবার বেলা দেড় টায় স্থানীয় লোকজন সুরমা নদীতে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ভাসমান অবস্থায় দেখে আত্মীয়-স্বজনদেরকে খবর দিলে তারা এসে আব্দুল করিমের লাশ সনাক্ত করেন। পরে থানা পুলিশকে খবর দিলে থানার ওসি (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট ওমেক হাসপাতাল মর্গে পোষ্টমর্টমের জন্য প্রেরণ করেন। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়