Friday, October 14

বিভিন্ন মহলের পরষ্পর বিরোধী মতামত
মুশাহিদ(রহ:)মাজার থেকে সুগন্ধি ছড়াচ্ছে

প্রখ্যাত আলেমে দ্বীন, বহু ধর্মীয় গ্রন্থের লেখক, কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার সাবেক মুহতমিম প্রয়াত হযরত আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহঃ)’র মাজার থেকে সুগন্ধ ছড়াচ্ছে- এ ধরণের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে গত বুধবার রাত থেকে বায়মপুরী হুজুরের মাজারে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। দারুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী জানান, গত সোমবার থেকে হুজুরের মাজার থেকে সুগন্ধ ছড়াচ্ছে। তিনি নিজে অনুভব করার পরও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের কাছে বিষয়টি গোপন রাখেন। গত বুধবার তিনি মাগরিবের নামাজ শেষে হুজুরের মাজার জিয়ারতের সময় কবর থেকে সুগন্ধ খুশবু চারিদিকে ছড়িয়ে পড়লে বিষয়টি অনুভব করে মাদ্রাসার ছাত্ররা বায়মপুরীর কবরের পাশে সমবেত হতে থাকেন। এশার নামাজ শেষে মাদ্রাসার ছাত্র-শিক্ষককের অনুরোধে মাওলানা আলিমুদ্দীন হুজুরের কবর জিয়ারত শুরু করলে কবরের নিচ থেকে হিমশীতল বাতাসের মাধ্যমে দুনিয়াবী সেরা সুগন্ধ বের হতে থাকে- যা তিনি কোনদিন অনুভব করেননি। অনেকে জিয়ারতের সময় বেহুশ হয়ে পড়েন বলেও তিনি জানান। মাওলানা দূর্লভপুরী আরো জানান, বাইয়মপুরী হুজুর ৪১ বছর আগে মারা যাওয়ার পর তার কবর থেকে এ ধরনের সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। ইসলামের ইতিহাসে ইমাম বুখারী (রাহঃ), আউলিয়ায়ে কেরাম ও পীরে কামেলদের মাজার থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ার ঘটনা রয়েছে। এদিকে, বাইয়মপুরী হুজুরের মাজার থেকে সুগন্ধ ছড়াচ্ছে- এ ধরনের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকে দূর-দূরান্ত হতে শত শত মানুষ মাজার প্রাঙ্গনে ভিড় জমান। মাজারে আগত অসংখ্য লোকজনদের সাথে কথা বলে পরষ্পর বিরোধী মতামত পাওয়া গেছে। কেউ কেউ বলেছেন, তারা মাজার থেকে সুগন্ধ অনুভব করেছেন। আবার অনেকে সে ধরনের কোন সুগন্ধ অনুভব করেন নি বলে জানান। কয়েকটি সূত্র থেকে জানা গেছে কয়েকদিন পূর্বে তাবলিক জামায়াতের একদল কাফেলা বাইয়মপুরীর মাজার জিয়ারত করে সুগন্ধি আতর মাজারে ছিটিয়ে দেন। এছাড়া গত বুধবার সিলেট শহর থেকে ১২/১৪ জন ব্যবসায়ী অনুরূপভাবে মাজার জিয়ারত করে সুগন্ধি আতর ছিটিয়ে দেন। এই সুগন্ধি আতরের খুশবু মাজার থেকে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন অনেকে। মাদ্রাসার ছাত্ররা ও স্থানীয় পুলিশ সদস্যরা মাজারটি বাঁশের বেড়া দিয়ে পাহারা দিলেও গত বুধবার রাতে মাজারে আগত অনেক লোক কবর থেকে মাটি তুলে এনে রোগ মুক্তির কামনায় গায়ে লেপনের পাশাপাশি পানির সাথে মাটি মিশিয়ে পান করতে দেখা যায়। অনেকে আবার মাটি তুলে বাড়িতে নিয়ে যেতে দেখা গেছে। এ ধরনের ঘটনা শিরিকের সাথে তুলনা করেছেন এলাকার সচেতন আলেম ও ধর্মপ্রাণ মানুষ। তারা বলেছেন, বাইয়মপুরী (রহঃ) উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমেদীন ও পীরে কামেল নেকদার আল্লাহ’র বান্দা ছিলেন। মৃত্যুর পর তাঁহার আধ্যাত্মিক মু’জিযার কথা অনেকে জানেন কিন্তু তাঁহার মাজার থেকে সুগন্ধ বেরুচ্ছে- এমন খবর ছড়িয়ে একটি মহল নিজেদের স্বার্থসিদ্ধি হাসিলের জন্য সহজ সরল মানুষকে শিরকের দিকে ঠেলে দিচ্ছে। তবে দারুল উলূম মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও কওমী মাদ্রাসার অনেক আলেম জানিয়েছেন, বাইয়মপুরীর মাজার থেকে সুগন্ধ ছড়াচ্ছে এ ঘটনা সত্য এবং তারা তা অনুভবও করেছেন। গতকালও থেমে থেমে মাজার থেকে সুগন্ধ ছড়াচ্ছিল বলে তারা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়