Wednesday, September 21

লোডশেডিং এর প্রতিবাদে কানাইঘাটে বিক্ষোভ সমাবেশ

অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে কানাইঘাট গাছবাড়ি সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে গত সোমবার(১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গাছবাড়ি বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খছরুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাওঃ ফজলে হক, আ'লীগ নেতা ওলিউর রহমান, বিএনপি নেতা এখলাছুর রহমান, গাছবাড়ি দণি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল মৌলাহ, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান, যুব সমিতির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, আ'লীগ নেতা মাষ্টার মাহমুদ হোসেন, যুবনেতা আব্দুল লতিফ প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রতিদিন একটানা ৮/১০ ঘন্টা লোডশেডিংএর কারণে ব্যবসা-বানিজ্য স্থবির অবস্থা ও শিার্থীদের লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এমতাবস্থায় পল্লীবিদু্যতের উধর্্বতন কর্তৃপক্ষ অনতি বিলম্বে একটানা এবং ঘন ঘন লোডশেডিংয়ের উত্তরণ না ঘটালে কঠোর আন্দোলনের কর্মসূচী গ্রহণ করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়