ময়না তদন্তের পর সুলতানার লাশ দাফন সম্পন্ন
কানাইঘাট থানায় মামলা দায়েরের ঘটনায় ৬দিন পর গত বুধবার কবর থেকে উত্তোলনকারী সুলতানার লাশ ময়নাতদন্তের পর গতকাল গ্রামের গুরুস্তানে দাফন সম্পন্ন হয়েছে। আত্মহননকারী সুলতানার মা আমেনা বেগম কন্টুরীর অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে বুধবার সুলতানার লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ময়না তদন্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তার কানাইঘাট থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম খানের উপস্থিতে সুলতানার লাশ সমাহিত করা হয়।
কানাইঘাটে এক মাতাল গ্রেফতার
মদ পান করে মাতলামির অভিযোগে কানাইঘাট থানা পুলিশ গত বুধবার রাত ১২টায় কানাইঘাট বাজার থেকে এক মাতালকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানাযায় উপজেলার জয়পুর গ্রামের মছদ্দর আলী'র পুত্র হোটেল কর্মচারী আতিকুর রহমান (৪৫) মদপান করে বাজারের নোয়াম সেন্টারে মাতলামি করেছিল। এসময় প্রেট্রোল ডিউটিরত থানার সাব-ইন্সপেক্টর এনাম তাকে হাতে নাতে গ্রেফতার করেন। ধৃত আতিকের বিরুদ্ধে সাব-ইন্সপেক্টর এনাম নিজে বাদী হয়ে থানায় ১৯৯০ইং সনে মাধক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
কানাইঘাট থানায় মামলা দায়েরের ঘটনায় ৬দিন পর গত বুধবার কবর থেকে উত্তোলনকারী সুলতানার লাশ ময়নাতদন্তের পর গতকাল গ্রামের গুরুস্তানে দাফন সম্পন্ন হয়েছে। আত্মহননকারী সুলতানার মা আমেনা বেগম কন্টুরীর অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে বুধবার সুলতানার লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ময়না তদন্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তার কানাইঘাট থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম খানের উপস্থিতে সুলতানার লাশ সমাহিত করা হয়।
কানাইঘাটে এক মাতাল গ্রেফতার
মদ পান করে মাতলামির অভিযোগে কানাইঘাট থানা পুলিশ গত বুধবার রাত ১২টায় কানাইঘাট বাজার থেকে এক মাতালকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানাযায় উপজেলার জয়পুর গ্রামের মছদ্দর আলী'র পুত্র হোটেল কর্মচারী আতিকুর রহমান (৪৫) মদপান করে বাজারের নোয়াম সেন্টারে মাতলামি করেছিল। এসময় প্রেট্রোল ডিউটিরত থানার সাব-ইন্সপেক্টর এনাম তাকে হাতে নাতে গ্রেফতার করেন। ধৃত আতিকের বিরুদ্ধে সাব-ইন্সপেক্টর এনাম নিজে বাদী হয়ে থানায় ১৯৯০ইং সনে মাধক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়