Thursday, August 4

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
পিতৃহীন শিক্ষার্থী কোরআনে হাফিজ

আব্দুল মুনিম জাবেদ বাঁচতে চায়
নিজাম উদ্দিন :
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কানাইঘাট গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র কোরআনে হাফিজ আব্দুল মুনিম জাবেদ (১৫) মস্তিষ্কে পানি জমে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৫নং ওয়ার্ডে অর্থের অভাবে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যর সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তাররা বলেছেন তার সু-চিকিৎসার জন্য লাধিক টাকার প্রয়োজন। হতদরিদ্র ঘরের সন্তান পিতৃহীন অসহায় আব্দুল মুনিম জাবেদের মাতা নুরেজা বেগমের প েতার সন্তানের সু-চিকিৎসার জন্য এতটাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আব্দুল মুনিম জাবেদের মা জানিয়েছেন, মাদ্রাসার ছাত্রদের কিছু অনুদান দিয়ে তার সন্তানের ঔষধের খরচ প্রথম দিকে চালিয়ে গেলেও বর্তমানে অর্থের অভাবে সন্তানের কোন ধরনের চিকিৎসা করাতে পারছেন না তিনি। নুরেজা বেগম তার সন্তান যাতে করে পুণরায় সুস্থ হয়ে লেখাপড়া করে পরিবারের মুখে হাঁসি ফুটাতে পারে তার জন্য সমাজের সু-হৃদয় বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন। অসুস্থ কোরআনে হাফিজ আব্দুল মুনিম জাবেদ কাতর জড়িত কন্ঠে বলে সে বাঁচতে চায়, লেখাপড়া করে পরিবারের ভরন পোষণ তথা সমাজের সেবা করতে চায়। তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আবেদন জানিয়েছে সে। অসুস্থ হাফিজ আব্দুল মুনিম জাবেদকে সাহায্যের জন্য মোঃ সেলিম উদ্দিন (হিসাব নং- ৭১৮৯) ইসলামী ব্যাংক, কানাইঘাট শাখায় যে কেউ টাকা পাঠাতে পারবেন অথবা, ০১৭১৯-৮২০৯৮৭ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়