Wednesday, August 24

থানায় মামলা কানাইঘাট পৌরশহরে মোবাইলের দোকান চুরি

সমপ্রতি কানাইঘাট পৌরশহরে অস্বাভাবিক হারে চুরি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত রবিবার(২১ আগষ্ট) গভীর রাতে পৌর মেয়র লুৎফুর রহমানের মালিকানাধীন কানাইঘাট উত্তর বাজারে একটি মার্কেটের মোবাইল ফোনের দোকানে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। এজাহারে জানা যায়, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদের মাহাদি টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের পাঁকা দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় চার ল টাকার বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, মোবাইলের ব্যাটারী চুরি করে নিয়ে যায়। পরদিন সকাল সাড়ে ১০টায় দোকানের ম্যানেজার মোঃ কিবরিয়া দোকান খুলে প্রবেশ করে মোবাইল সেট ও মালামাল দেখতে না পেয়ে বিষয়টি প্রথমে কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেন। পরে খবর পেয়ে বেলা ১টায় পৌর মেয়র লুৎফুর রহমানের উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দোকানের ম্যানেজার মোঃ কিবরিয়া বাদী হয়ে গত সোমবার রাতে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- (৩০) ২২/০৮/০১১ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়