কাওছার আহমদ :
অবহেলা আর অযত্নে পড়ে আছে কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। সংস্কারের অভাবে ঝোঁপ-ঝাড় আর জঙ্গলে ভরে গেছে শহীদ মিনার চত্ত্বর। বিষাক্ত সাপ ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসনে পরিণত হয়েছে শহীদ মিনার চত্ত্বর ও আশপাশের এলাকা। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে ২০০৮সালের ২৪ মার্চ উপজেলা প্রশাসন চত্ত্বরে প্রধান সড়কের সংলগ্ন করে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় দিবস গুলো বিশেষ করে ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের লোকজন মহান শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় স্থানীয় প্রশাসন জাতীয় দিবস উপল্যে কিছুটা পরিষ্কার করে লোক সমাগমের উপযোগী রাখে। কিন্তু এরপর আর খেয়াল না রাখায় জঙ্গল আর কাদায় ঘিরে ফেলেছে শহীদ মিনারটি। এই দৈন্য দশা দেখলেই যে কোন দেশপ্রেমিকের হৃদয়ে নাড়া দিবে। ৫২'র ভাষা আন্দোলনে বাংলার দামাল ছেলে সালাম, বরকত, জব্বার, ও রফিক সহ অগনিত শহীদের বুকের তাজা রক্ত আর ৭১\'এর মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ফাইট লেঃ মতিউর রহমান, নুর মোহাম্মদ শেখ ও ক্যাপ্টেন জাহাঙ্গীরসহ ৩০লাখ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। আর এই স্বাধীন দেশের মাটিতে শহীদ মিনারের এই বেহাল দশা কোন দেশপ্রেমিক নাগরিক মেনে নিতে পারবে না। এব্যাপারে উপজেলা কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শহীদ মিনার চত্ত্বরটি পরিষ্কার করার জন্য পৌর মেয়রকে বলবেন বলে জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়