Thursday, August 4

জানাযায় হাজার হাজার মানুষের ঢল
কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার

মুহাদ্দিস মাওঃ আব্দুল লতিফ(চাউরীর)ইন্তেকাল
কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস এবং কানাইঘাট লংলার পার কৌমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতমিম বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল লতিফ চাউরী হুজুর গতকাল বুধবার ভোর ৬টার সময় তার নিজ বাড়ি চাউরা পশ্চিম গ্রামে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহী................রাজিউন)। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৮২বছর। মৃতু্যকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীসহ তার হাতে গড়া শত শত কৌমি মাদ্রাসার ছাত্র শিক রেখেগেছেন। মাওলানা আব্দুল লতিফের মৃতু্যর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। গতকাল বেলা ২টার সময় দারুল উলূম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযায় পূর্ব সিলেট আজাদী দ্বীনিশিা বোর্ডের অনর্্তভুক্ত মাদ্রাসার ছাত্র শিকসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৫হাজারেরও বেশি লোকজন জানাযায় শরীক হন। পরে মরহুমের লাশ তার হাতে গড়া লংলার পার কৌমিয়া মাদ্রাসা প্রাংঙ্গনে সমাহিত করা হয়। পারিবারিক সূত্র থেকে জানাগেছে তিনি গত ৩মাস ধরে বার্ধক্য জনিত রোগে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়