নিজাম উদ্দিন:
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১ উদযাপন উপল্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২০জুলাই বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনা অবমুক্তকরন, আন্দু - বরাক বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়ানো হয়। সপ্তাহ ব্যাপী কর্মসূচী শেষে ২৬জুলাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সফল মৎস্য চাষী দুদু মিয়া, মাছ উৎপাদনকারী নুরুল হক ও পোনা মাছ উৎপাদনকারী আব্দুল কুদ্দুসকে পুরস্কৃত করা হয়। এছাড়া মৎস্য বিষয়ের উপরে রচনা প্রতিযোগিতায় শিার্থীদের মধ্যে ১ম স্থান লাভ করেন বীরদল এন.এম.একাডেমীর দশম শ্রেণীর ছাত্রী সানিয়া আক্তার, একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সালমান উদ্দিন ২য় স্থান ও ৮ম শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন ৩য় স্থান অধিকার করে পুরস্কার লাভ করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়