কানাইঘাট পৌরশহরের রাস্থাগুলোর বেহালদশা মানব জীবন যেন প্রতিনিয়ত মরণ ফাঁদে মুখোমুখি হতে হয়। জনসাধারণকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলা ফেরা করতে হয়। বিশেষ করে অপারেশনের রোগীদের জন্য মরণ ফাঁদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কানাইঘাট বাজার, সি.এনজি ষ্টেশন থেকে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়, কানাইঘাট দনি বাজার থেকে শ্রীপুর টুক পর্যন্ত রাস্থা, কানাইঘাট বাজার থেকে উপজেলা পরিষদ হয়ে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত, কানাইঘাট বাজারের উত্তর-দণি প্রান্থ, শহীদ জিয়াউর রহমান রাস্থার একাংশ, কানাইঘাট ডিগ্রি কলেজ রাস্থা, কানাইঘাট দুর্লভপুর রাস্তা, কানাইঘাট বাজার থেকে ডালাইচরমুখী রাস্থা, খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে রামপুরগামী ও বায়মপুরগামী দুটি রাস্থা বিশেষ করে এ রাস্থা গুলো ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে অনেকটা অনুপযোগী হয়ে পড়ছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। সাধারন মানুষের পায়ে হেটেঁ চলা-চল বন্ধ হয়ে যায়। বড় গর্ত গুলোতে সি.এনজি, মোটর সাইকেল, বাই সাইকেল, রিক্সা, ভ্যান গাড়ি আটকে গিয়ে অনেক সময় উল্টে দুর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের। এলাকাবাসীর প থেকে বার বার পৌর কতৃপরে নিকট আবেদন করলেও কোন ফল হয়নি। দীর্ঘ দিন থেকে পৌরবাসীকে রাস্থা নির্মাণের আশার বাণী শুনানো হচ্ছে। বিশেষ করে গত জানুয়ারী মাসে নির্বাচন পূর্ববর্তী সভা-সমাবেশে জোরালো ভাবে সরকার দলের কিছু নেতা বলেছিলেন কানাইঘাট পৌরসভা একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করা হবে, আর তা করতে হলে ভোট দিতে হবে বর্তমান সরকার দলীয় প্রার্থীকে। ভোটাররা তাতে কোন কালপেন না করে ঠিকই সরকারদলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান এর জাহাজ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু আজ অনেকের প্রশ্ন কি লাভ হল? সরকারী দলীয় মেয়র হয়েও আমাদের আশা-আকাঙ্খার কোন প্রতিফলন ঘটছে না। এব্যাপারে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প হাতে নিয়েছি এবং সরকারের উর্ধ্বতন কর্তৃপরে সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। যাতে করে যত দ্রুত সম্ভব কানাইঘাট পৌরসভার সকল সমস্যা সমাধান করব। পৌরবাসীর আশা পৌর মেয়রসহ বর্তমান ডিজিটাল বাংলাদেশের উর্ধ্বতন মহলসহ সকলের কাছে যতদ্রুত সম্ভব কানাইঘাট পৌরসভার সমস্যাগুলো সমাধান করতে সচেষ্ট হবেন।
কানাইঘাট পৌর শহরে প্রধান প্রধান রাস্থাগুলোর বেহাল দশা: কর্তৃপক্ষ উদাসীন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়