Tuesday, July 19

সরকারী গাছ কেটে ফেলার অভিযোগে ৫জনেরবিরুদ্ধে

পৃথক দু’টি মামলা দায়ের
কাওছার আহমদ:

কানাইঘাটে গাজী বুরহান উদ্দিন সড়কের উভয় পাশে অবস্থিত সরকারী বন বিভাগের অর্ধশতাধিক দামী গাছ কেটে আত্মসাতের ঘটনায় সরকারের সাথে যৌথ অংশীদার হাজী হেলাল আহমদ কানাইঘাট পলী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ ৫ কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে গত (৮জুন) সোমবার কানাইঘাট থানায় একটি অভিযোগ ।ও বন আইনে উপজেলা বিট কর্মকর্তা মারুফ বিল্লা পল্লীবিদ্যুতের ডিজিএম তাজুল ইসলাম, সহকারী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ও লাইনম্যান আব্দুর রহমানের বিরুদ্ধে বন আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় বিট অফিস এবং সামাজিক বনায়ন প্রকল্পের অংশীদারদের অনুমতি ব্যতিরেকে পল্লী বিদ্যুতের লোকজন ১৯৯৪-৯৫ ইং সনে লাগানো জন্তিপুর গ্রামের বুরহান উদ্দিন সড়কের উভয় পার্শ্বে অবস্থিত প্রায় অর্ধশতাধিক দামী গাছ গত রবিবার কেঁটে ফেলে গাছের দামী অংশ পল্লীবিদ্যুতের লোকজন নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে দুপুর ১২টায় বিট অফিসের লোকজন এবং গাছের যৌথ অংশীদার উপকারভোগী সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি হাজী হেলাল আহমদ ঘটনাস্থলে গিয়ে সরকারী গাছ না কাঁটার জন্য পল্লীবিদ্যুতের লোকজনদের বাঁধা প্রদান করলে তারা উল্টো হেলাল আহমদকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এঘটনায় তিনি গতকাল ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের অভিযোগ এনে কানাইঘাট পল্লীবিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম তাজুল ইসলামসহ ৫জন কর্মকর্তা বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রক্ষিতে গতকাল থানার এস.আই. মনির, উপজেলা বিট কর্মকর্তা মারুফ বিলার উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছের কিছু অংশ উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত গাছগুলো বিট অফিসে নিয়ে আসায় হয়। এ ব্যাপারে বিট কর্মকর্তা মারুফ বিলার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পলীবিদ্যুতের লোকজন কোন অনুমতি না নিয়ে সরকারী গাছ কেটে ফেলার ঘটনায় বন আইনে পলীবিদ্যুতের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে কানাইঘাট পলীবিদ্যুতের ডিজিএম তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কিছু গাছের ডালপালা ছাঁটাই করা হয়েছে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন অনুমতির প্রয়োজন হয় না। মামলার বিষয়টি তিনি শুনেছেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়