Sunday, July 3

কানাইঘাট ডিগ্রিকলেজ ছাত্রলীগের মিছিল

কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এক বিরাট শুভেচ্ছা মিছিল গতকাল শনিবার বেলা ১২টায় মনসুরিয়া পয়েন্ট থেকে শুরু হয়ে কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে গিয়ে এক ছাত্র সমাবেশে মিলিত হয়। থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিনের পরিচালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আহ্বায়ক জামাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক, আ’লীগ নেতা সামছুদ্দিন মেম্বার, নজির উদ্দিন প্রধান। বক্তব্য রাখেন, থানা ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ কলেজ ছাত্রলীগ নেতা আখতার হোসেন, দেলোয়ার হোসেন, মারুফ আহমদ, মামুন রশি, রাজু, সুমন, কাওছার প্রমুখ। বক্তরা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে ছাত্র সমাজকে ছাত্রলীগের পতাকা তলে সমবেত হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়