Wednesday, July 27

কানাইঘাটের দুই ছাত্রলীগ নেতাকে প্রবাসী
সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের অভিনন্দন
নিজাম উদ্দিনঃ কানাইঘাট উপজেলা গাছবাড়ি আঞ্চলিক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেধাবী ছাত্রনেতা শাহরীয়ার বখত্ সাজু নবগঠিত সিলেট জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক এবং দণি বানীগ্রাম ইউপি শাখা বঙ্গবন্ধু কিশোর মেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা খালেদ আহমদ শাহীন সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, প্রবাসে অবস্থানরত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। অভিনন্দন দাতারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য যুক্তরাজ্য প্রবাসী মস্তফা কামাল ফ্রান্স প্রবাসী খায়রুল আলম মাজেদ, ফ্রান্স প্রবাসী আজাদুর রহমান আজাদ, ফ্রান্স প্রবাসী মহি উদ্দিন সুহেল, দুবাই প্রবাসী শামীম রেজা প্রমুখ। সেই সাথে অভিনন্দন দাতারা মেধাবী এ দু'ছাত্রনেতাকে জেলা কমিটিকে অনর্্তভূক্ত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়