Friday, July 22



কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়ন পরিষদে সোলার প্যানেল মেশিনের উদ্বোধন

গতকাল(২১ জুলাই)সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়র পরিষদের সোলার প্যানেল স্থাপন স্ক্রীম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৪নং সাতবাঁক ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাস, বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন রশিদ মোল্লা, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ও নব নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ৭নং দক্ষিণ বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট থানার অফির্সাস ইনচার্জ সফিক আহমদ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কানাইঘাট উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্ত মোহাম্মদ আবুল হারিছ। কোরআন থেকে তেলাওয়ত করেন মাও মকবুল হোসেন। প্রধান অতিথি সিলেট বিভাগের স'ানীয় সরকার পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী বলেন, আমি নিজ উদ্যোগে সিলেট জেলা পরিষদ ও কানাইঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোলার প্যানেল স'াপন সিদ্ধান- নেই কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়র পরিষদ ভবনে। তিনি আরো বলেন, বিদুৎতের বিকল্প এই সোলার প্যানেল স্থাপনে গ্রামবাসী অনেক অংশে বিদুৎতের লোড শেডিং থেকে মুক্তি পাবেন, গ্রাম্য উন্নয়নে আমাদের সোলার প্যানেল বর্তমান সরকারে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে। আর এই সহজ বিদু॥তের মাধ্যমে অনেক অংশে খরচ কমে যাবে। একবার এই বিদুৎত ব্যবহার করলে বোঝা যাবে এই সোলার প্যানেল ঐ একমাত্র সহায়ক। তাই প্রতিটি গ্রামঞ্চলের মানুষকে সোলর প্যানেল ব্যবহারে উদ্বুধ করতে হবে। এবং প্রতিটি ঘরে ঘরে সোলার প্যানেলের সু-ফল পৌছে দিতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়