Friday, July 15

ডি ম্যাঙ্মিম গ্রুপ কানাইঘাট শাখার উদ্ধোধন
মানব সম্পদ উন্নয়নের জন্য সমবায়ের
পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে

------গোলাম মোস্তফা রানা

কাওছার আহমদঃ
ডি ম্যাঙ্মিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মোস্তফা রানা বলেছেন, মানব সম্পদ উন্নয়নের জন্য মেধা ও যোগ্যতা বিকাশিত করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়া স্বাবলম্বিতা অর্জনের ল্যে দারিদ্র বিমোচন, একতা ও পারস্পরিক আস্থা বাড়াতে হবে এবং সততা ও উন্নত সেবার নিশ্চয়তাসহ সুশীল পরিবেশ গড়ে তোলার েেত্র সহযোগিতার ল্য নিয়েই দি ম্যাঙ্মি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড ম্যাঙ্মি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর শুভ যাত্রা। তিনি শুক্রবার(১৫ জুলাই) বিকেল ৪টায় কানাইঘাট শাখার শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও কানাইঘাট শাখার ব্যবস্থাপক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রধান সুলতান আহমদ, উপদেষ্টা এএফএম ফরিদ আহমদ, ফরিদপুর জেলার জোনাল হেড ওয়াহিদুজ্জামান, কানাইঘাট আঞ্চলিক পরিচালক হোসেইন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়