Sunday, July 3

কানাইঘাটে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে তিনজন আহত গতকাল শনিবার কানাইঘাট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত মিছিলকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে কানাইঘাট পূর্ববাজারে সংঘর্ষ হয়েছে। এতে এক ছাত্রদল নেতাসহ দুই যুবদল কর্মী আহত এবং দুটি মোটরসাইকেল ভাংচুর ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করা হয়েছে। অন্যদিকে গাছবাড়ি আইডিয়াল কলেজে অনুরূপ ঘটনায় ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গাছবাড়ি বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দোকানপাটে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগ তাৎক্ষণিক বাজারে মিছিল বের করে। এ ব্যাপারে থানা ছাত্রদল সভাপতি নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতাকর্মীরা ফেরার পথে ছাত্রদল নামধারী চার-পাঁচজনের একটি গ্রুপ হামলা চালিয়ে ছাত্রদল নেতা রুহুল আমিন ও যুবদল নেতা মামুন আহমদকে আহত করে। তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়