কানাইঘাট উপজেলার ৬ নং কানাইঘাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামকে গত ১৩ই জুন সোমবার বাদ মাগরিব স্থানীয় বীরদল আনোয়ার উলুম মাদ্রাসা মাঠে ইউনিয়ন বাসীর সর্বস্থরের জনসাধারণের প থেকে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। পুরাণফৌদ নিবাসী প্রবীন মুরবি্ব মাষ্টার হোসেইন আহমদের সভাপতিত্বে উদীয়মান তরুন আবুল কালামের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নূর আহমদ,ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের দাবী উত্তাপন করে স্বাগত বক্তব্য রাখেন গোসাইনপুর নিবাসী বীরদল এন.এম.একাডেমীর সহকারী প্রধান শিক মো:মহিউদ্দিন,অনুষ্টানে আরোও বক্তব্য রাখেন যুব সমাজের প েমো:মুহিবুর রহমান,আবু শহীদ শালিক ,নাজমুল ইসলাম হারুন,মাও:ছায়ফুল আলম,রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মামুন আহমদ,বীরদল এন.এম.একাডেমীর প্রধান শিক মো: জার উল্লাহ,চাউরা বাসীর প েআব্দুল খালিক,মো: আব্দুল মতিন,চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি্বকারী মো:এখলাছুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্যে মো:মহিউদ্দিন বলেন আমাদের এ বিজয় সমগ্র ইউনিযনবাসীর বিজয়,এ বিজয়কে ধরে রাখতে হবে। ভাটিদীহী থেকে চাউরা পর্যন্ত সমগ্র ইউনিয়নে সকল ভোটারদেরকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অবহেলিত ইউনিয়নের সবচেযে বেশী পশ্চাদপদ গ্রাম চাউরা,আগ্রীপাড়া,গোসাইনপুর,সুতারগ্রাম,বীরদল হাওরপূর্ব সহ প্রতিটি অঞ্চলে প্রধান সমস্যাগুলো চিন্তিত করে স্থানীয় লোকজনদের সহযোগিতায় কমিঠি গঠন করে সমস্যা সমাধানে কার্যকর পদপে নিতে নবনির্বাচিত চেয়ারম্যানকে অনুরোধ জানান। প্রধান শিক মামুন আহমদ তার বক্তব্যে বলেন, ৬ নং ইউনিয়ন পরিষদের নিরীহ মানুষ যাতে মিথ্যা হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন। প্রধান শিক মো: জার উল্লাহ আইন শৃঙ্খলার উন্নয়নে অনূরোপ বক্তব্য রাখেন এবং বলেন সঠিক মামলা হলে তা যেন থানায় এফআইআর হয়। চেয়ারম্যান প্রতিদ্বন্ধীপ্রার্থী এখলাছুর রহমান তার বক্তব্যে অধ্য সিরাজুল ইসলামের সাথে একাত্ততা ঘোষনা করে অন্যান্য প্রাথর্ীদেরকেও একাত্ততা ঘোষনা করে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান। সংবর্ধীত ব্যাক্তি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম বলেন আমি ইউনিয়নবাসীর সকল ভোটারদের কাছে কৃতজ্ঞ এবং ঋৃণী। আপনাদের সকলের ভোটেই আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চাই। ৬নং কানাইঘাট ইউনিয়নের সবচেয়ে অবহেলিত আগ্রীপাড়া,চাউরা,গোসাইনপুর,সুতারগ্রাম সহ সমগ্র ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়নে কার্যকর পদপে গ্রহন করব। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড মেম্বারদেরকে নিয়ে কমিঠি গঠন করে এলাকার সমস্যা চিন্তিত করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্ট করব।
নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামকে গণসংবর্ধনা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়