Wednesday, May 25

চার বছরে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আট বার অগ্নিসংযোগ
কানাইঘাটের কাড়াবাল্লায় আবারো একটি
এন.জি.ও শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ


কানাইঘাট ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা কাড়াবাল্ল্লায় আবারো দুষ্কৃতিকারী চক্র কর্তৃক এফ.আই.ভি.ডি.বি পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার রাতেঅগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পর গত শনিবার সিলেটের উত্তর সার্কেলের এ.এস.পি বীনা রানী দাস ও কানাইঘাট থানার ইন্সপেক্টর তদন- রুহুল আমীন ঘটনাস'ল পরিদর্শন করেছেন। স'ানীয় এলাকাবাসী জানিয়েছেন পাহাড়ী জনপদ কাড়াবাল্লায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মূল হুতাদের চিহ্নিত করে স'ানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহন না করায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন- তিনটি মামলা দায়েরের পরও ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা না ঘটে তার জন্য বার বার স'ানীয় ভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও প্রশাসনকে বৃদ্ধাংগুলি প্রদর্শন করে দুষকৃতিকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো জগন্যতম অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ পর্যন- গত চার বছরে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আট বার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩ এবং ২০মে দুষ্কৃতিকারীরা এফ.আই.ভি.ডি.বি পরিচালিত পূর্ব কাড়াবাল্লা প্রাথমিক বিদ্যালয় দু’দফা অগ্নিসংযোগ করে স্কুলের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তার মধ্যে ২০০৮ সালের মার্চ মাসে কাড়াবাল্ল্লা ক্বৌমী মাদরাসা, একই বছরের এপ্রিল মাসে কাড়াবাল্লা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, ২০০০ সালের মার্চ মাসে পূর্ব কাড়াবাল্লা প্রাথমিক বিদ্যালয়, চলতি বছরে ২৫ মার্চ বড়চাতল আব্দুল মুতালেব রেজি: প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার অপুরনীয় ক্ষতির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর লক্ষ লক্ষ টাকার সম্পদ বষ্মিভূত হয়েছে। স'ানীয় লোকজন জানান, এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রভাবশালীদের ছত্রছায়ায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মূল অপরাধীরা আইনের আওতায় না আসায় বার বার এ ধরনের ঘটনা ঘটছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, স'ানীয় একটি ইসলামী দলের অনুসারীরা দরিদ্র পাহাড়ী এলাকার জনসাধারণের সন-ানরা এন.জি.ও পরিচালিত প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষাগ্রহণ করতে না পারেন প্রভাবশালী গ্রাম্য মোড়লদের সহযোগীতায় নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য অত্র এলাকায় যাতে করে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে তাই স্কুলগুলোতে বার বার অগ্নিসংযোগ করে আসছে। ভবিষ্যতে যাতে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হসে- প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান- মূলক শাসি-র দাবী জানিয়েছেন এলাকাবাসী।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়