সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আকষ্মিক পাহাড়ী
ঢলে ভেঙ্গে গেছে কানাইঘাট-সুরাইঘাট রাস্তা
শুক্রবার রাতে ভারতের উজান থেকে নেমে আসা সুরাই নদীর আকষ্মিক পাহাড়ী ঢলের তুড়ে সীমান্তবর্তী কানাইঘাট-সুরাইঘাট রাস্তার নয়াগ্রাম নামক স্থানে প্রায় ৪০ফুট মুল পাকা সড়ক ভেঙ্গে প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। মুল সড়ক ভেঙ্গে যাওয়ায় গতকাল থেকে উপজেলা সদরের সাথে সীমান্তবর্তী সুরাইঘাট এলাকার সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়া জনদুর্ভোগ চরম আকার ধারন করছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন,ভাঙ্গণের সম্মুখস্থল সুরাই নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলণের ফলে এবং ভাঙ্গন কবলিত সড়কের নীচ দিয়ে সুড়ং তৈরী করে পাইপ লাইন দিয়ে সুরই নদী থেকে শুকনো মৌসুমে সড়কের পশ্চিম পার্শের বোর ধান ক্ষেতের মাঠে পানি সেচের ফলে আকষ্মিক পাহাড়ী ঢলে ও প্রবল বর্ষনে সড়কটি প্রায় ৪০ ফুট ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত সড়কটির মেরামতের উদ্যোগ না নেয়া হলে উপজেলা সদরের সাথে সীমান্তবর্তী এলাকার মানুষের যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি বর্ষা মৌসুমে ভাঙ্গণ আরো মারাত্মক আকার ধারন করতে পারে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়