Wednesday, May 4

কানাইঘাটের শিক্ষার প্রচার প্রসারে
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
..................মামুনুর রশিদ মামুন

ঢাকা আপডেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী মামুনুর রশিদ মামুন বলেছেন, কানাইঘাটের শিার অতীত গৌরব ফিরিয়ে আনতে হলে সম্মিলিত ভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে শিার প্রচার প্রসারে কাজ করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষাক্ষেত্রে কানাইঘাট আর পিছিয়ে নেই, এ অঞ্চলের শিার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানে অধ্যয়ন করে নিজের ক্যারিয়ার গঠন করে এলাকার সুনাম বৃদ্ধি করে যাচ্ছে। তারপরও কানাইঘাটের প্রতিটি পরিবারকে তৃণমূল পর্যায়ে শিার আলোয় আলোকিত করতে সমাজের ধন্যাঢ্য ব্যক্তিবর্গ, প্রবাসী, শিামূলক সামাজিক সংগঠন ও শিানুরাগীদের এগিয়ে আসতে হবে। মামুনুর রশিদ মামুন গত রবিবার(১ মে) সকাল ১১টায় কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তন হলে ঐতিহ্যবাহী হামিদা শিা ট্রাষ্টের ১৭তম বৃত্তিপ্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান আব্দুস শুকুরের সভাপতিত্বে এবং ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক শরীফ উদ্দিনের পরিচালনায় বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মুফজ্জিল আলী, ট্রাষ্টের ট্রেজারার ডাঃ আব্দুন নূর, ডাঃ মুজম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাষ্টের সচিব মখলিছুর রহমান মেম্বার, হামিদা শিা ট্রাষ্টের সচিব হাজী ফখরুল ইসলাম, কানাইঘাট শিা ট্রাষ্টের সচিব মোহাম্মদ আলী, কানাইঘাট প্রেস কাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সদস্য, বিশিষ্ট শিানুরাগী মোঃ আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবক মাষ্টার খলিলুর রহমান, ডাঃ ইয়াকুব আলী, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নূরুল আমীন, উজান বীরদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক লুৎফুর রহমান প্রমুখ। বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক ও এলাকার গণ্যমান্য লোকজনদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে ট্রাষ্টের প থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫৬জন বৃত্তিপ্রাপ্ত শিার্থীদের সনদ ও এককালীন অর্থ প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়া প্রাথমিক পর্যায়ে ঢাকনাইল কিন্ডারগার্টেন ও মাধ্যমিক পর্যায়ে ছোটদেশ উচ্চ বিদ্যালয় সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় ট্রাষ্টের প থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়