Saturday, May 21

কানাইঘাটে জমে উঠেছে নবীন-প্রবীণের লড়াই
কাওছার আহমদ:


আসন্ন ইউপি নির্বাচনে কানাইঘাট উপজেলার নয়টি ইউনিয়নে নবীন-প্রবীণের লড়াই জমে উঠেছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। চায়ের দোকান, রেস্টুরেন্ট ও যানবাহনে একই আলোচনা_ কে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসছেন, কার দ্বারা এলাকার উন্নয়ন সাধিত হবে। কর্মী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। উপজেলারনয়টি ইউনিয়নে মোট ৬৯ প্রার্থী চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন। এদের মধ্যে জনমত জরিপ ও ভোটের হিসাবে বিভিন্ন ইউনিয়নে যেসব প্রার্থীর মধ্যে হাড্ডাহড্ডি লড়াই হবে এবং উপজেলার সর্বত্র মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারা হলেন : সদর ইউনিয়নে অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান মামুন রশিদ; ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শমসের আলম ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন; ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ফারুক চৌধুরী, বর্তমান চেয়ারম্যান শফিকুল হক ও সিরাজ আহমদ; ৩ নম্বর দীঘিরপার পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলতাফ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন; ৪ নম্বর সাঁতবাক ইউনিয়নে মাস্টার ফয়জুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ও বদরুল আমীন; ৫ নম্বর বড় চতুল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হামিদুল হক ও মুবশ্বির আলী; ৭ নম্বর বাণীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ ও সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন; ৮ নম্বর ঝিংগাবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ, রফিক আহমদ চৌধুরী ও অলিউর রহমান এবং ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়নে ফখর উদ্দিন চৌধুরী ও রাধিকা রঞ্জন নাথ।তবে শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতায় এদের টপকে অন্য প্রার্থীদের মধ্য থেকেও কারও উঠে আসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়