কানাইঘাটে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ২৬শে মার্চ কানাইঘাট চড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী দুর্নীতি বিরোধী বক্তিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতাসহ দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ সভা-সেমিনারের আয়োজন করা হয়। প্রতিরোধ সপ্তাহের সমাপনী দিনে ১এপ্রিল শুক্রবার বেলা ৪টার সময় কানাইঘাট বাজারে বিভিন্ন পেশার লোকজনের অংশগ্রহনে মানব বন্ধন র্যালী পরবর্তীতে ডাক বাংলোয় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রভাষক আহমদ হোসেন, সদস্য ডাঃ হোসেন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলীম উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রশিদ, কানাইঘাট শিক কল্যাণ ট্রাষ্টের সচিব মাষ্টার মোহাম্মদ আলী, সাংবাদিক কাওছার আহমদ, আব্দুন নুর, কানাইঘাট বাজার ুদ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্য নজরুল ইসলাম (রুকন), ব্যবসায়ী রফিক আহমদ, ফরিদ উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে সবার আগে রাজনৈতিক দলের নেতা মন্ত্রি, এম.পি, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এবং জনপ্রতিনিধিদের দুর্নীতি বন্ধে দুদককে পূর্ণ স্বাধীনতার জন্য সরকারের প্রতি জোর-দাবী জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়