স্বর্ণ পদকপ্রাপ্ত জাগ্রত কবি মুহিব খান ইসলামী সংগীত গেয়ে মাতিয়ে গেলেন কানাইঘাটবাসীকে। চলমান অপসংস্কৃতিকে রুখতে কানাইঘাট সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যা ৬টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইসলামী সংগীত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুহিব খান ছাড়াও ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পী গোষ্ঠির সদস্যবৃন্দ ইসলামী সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করলেন। ফোরামের সভাপতি হাফিজ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ছাবি্বর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, কানাইঘাট বাজার বণিক সমিতির কোষাধ্য বিলাল আহমদ প্রমুখ।
স্বর্ণ পদকপ্রাপ্ত মুহিব খান মাতিয়ে গেলেন কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়