ব্যাতিক্রমধর্মী মোটর শোভাযাত্রা র্র্যালী
দেলওয়ার হোসেন সেলিম/নিজাম উদ্দিন:'ঘরে-বাইরে সর্বত্র নারীর প্রতি বৈষম্য, শিা প্রতিষ্টানগামী ছাত্রীদের প্রতি যৌন হয়রানীসহ সামাজিক অবয়রোধ এবং দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কানাইঘাট গাছবাড়ী সচেতন যুব সমাজ কতর্ৃক গতকাল বুধবার ২০ কি.মি ব্যাপি ব্যতিক্রমধর্মী মোটর সাইকেল শোভাযাত্রা-র্যালী কানাইঘাটের সর্বমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশব্যাপী শিা প্রতিষ্ঠানগামী ছাত্রীদের প্রতি বখাটেরা কতর্ৃক উত্যক্ত, যৌন হয়রানীর মতো ঘটনায় লাজ-লজ্জা সইতে না পেরে অনেক কোমলমতি কিশোরী মেয়েদের আত্মহত্যার মতো ঘটনায় সমাজের সর্বস্থরের মানুষের হৃদয়কে ব্যাপক নাড়া দেওয়ার পাশাপাশি বখাটেদের প্রতি তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছে। সমাজ থেকে এসব অপরাধীদের নিমর্ুলের বিরুদ্ধে সোচ্চার ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির ল্যে এ ধরণের মোটর শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বলে গাছবাড়ী সচেতন যুব সমাজের নেতৃবৃন্দ জানান। কানাইঘাটের-গাছবাড়ী বাজার থেকে সকাল ১১টায় শুরু হয়ে এ বর্ণাঢ্য মোটর শোভা যাত্রা র্যালীটি গাছবাড়ী মর্ডাণ একাডেমী মাঠ থেকে শুরু হয়। সেখানে আনুস্টানিকভাবে মোটর শোভা যাত্রা র্যালীর উদ্বোধন করেন একাডেমীর প্রধান শিক মিফতাহুল বর চৌধুরী । পরে গাছবাড়ী আইডিয়াল কলেজের শিার্থী এবং শিকদের সাথে মতবিনিময় শেষে র্যালীটি কানাইঘাট গাজী বুরহান উদ্দিন রোড হয়ে প্রায় ২০ কি.মি রাস্তা প্রদণি করে কানাইঘাট ডিগ্রি কলেজ, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়, কানাইঘাট মহিলা কলেজ প্রদণি শেষে কানাইঘাট বাজার প্রদণি করে বেলা ২টায় উত্তর বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়। গাছবাড়ী সচেতন যুব সমাজের সভাপতি রুহুল আমীন এবং ছাত্রনেতা হামজা হেলাল ও হারুনের যৌথ পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আ'লীগের সভাপতি লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আ'লীগের আহ্বায়ক যুবনেতা জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম। মোটর শোভাযাত্রার প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্য সামসুল আলম মামুন, গাছবাড়ী মর্ডাণ একাডেমীর প্রধান শিক মিসবাহুল রব চৌধুরী, দনি বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, সচেতন যুব ও ছাত্র সমাজের প েখালেদ আহমদ সুমন, আতিকুর রহমান, আখতার হুসেন, জামিল আহমদ, সালেহ আহমদ, বাবুল, নাজমুস সাকিব, রিয়াজ উদ্দিন প্রমুখ। শোভাযাত্রা ও র্যালী প্রদণিকালে ইভটিজিং ও দুর্নীতি বিরোধী শ্লোগান সংবলিত প্লেকার্ড বহন এবং লিফলেট বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী এ মোটর সাইকেল র্যালিতে এলাকার যুব সমাজ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। র্যালীটি বিভিন্ন এলাকা ও শিা প্রতিষ্টান প্রদণিকালে সকল পেশার মানুষ স্বাগত জানান এবং এ ধরণের ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা-র্যালী আয়োজনের মাধ্যমে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যরোধ, যৌন হয়রানী বন্ধ, দুর্নীতিসহ সকল প্রকার সামাজিক অপরাধ নিমর্ূল করা সম্ভব হবে বলে তারা জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়