Monday, January 31

সকলের সহযোগিতা নিয়ে কানাইঘাট
পৌরসভার কাংখিত উন্নয়ন করতে চাই
...................নবনির্বাচিত মেয়র লুতফুর রহমান
পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওমীলীগের সভাপতি লুতফুর রহমান বলেছেন, যে আশা আকাংখা নিয়ে পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তার প্রতিদান দিতে আমি আমার সমস্ত প্রচেষ্টার দিয়ে স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের মাধ্যমে পৌরবাসীর সেবা, খেদমত করে যাব। এ জন্য তিনি দলমতের উর্ধ্বে উঠে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। নবনির্বাচিত মেয়র লুতফুর রহমান গত ২৭ জানুয়ারী বিকাল ৩টায় কানাইঘাট দক্ষিণ বাজারে পৌরসভার ৩নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে তাকে এবং ৩নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার হাজী আব্দুল মালিক বটই মহাজনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। সোনালী ব্যাংক কানাইঘাট শাখার প্রাক্তন ব্যবস্থাপক নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম ও নজরুল ইসলাম সাজুর যৌথ পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি জালাল আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মামুন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, ৭নং বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত কাউন্সিলার শরীফুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী মাষ্টার সামসুল ইসলাম, সংবর্ধিত নবনির্বাচিত কাউন্সিলার হাজী আব্দুল মালিক বটই মহাজন, কাউন্সিলার ফখরুদ্দিন শামীম, কাউন্সিলার হাফিজ নূর উদ্দিন, কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, কাউন্সিলার মোস্তাক আহমদ, কাউন্সিলার হাবিব আহমদ। বক্তব্য রাখেন আ’লীগ নেতা নজির উদ্দিন প্রধান, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্য বিলাল আহমদ, যুবলীগ নেতা এনামুল হক, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, ক্রীড়া সংগঠক রাশিদুল হাসান টিটু, কানাইঘাট কমিউনিটি কাবের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কানাইঘাট প্রেস কাবের দফতর সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট ডিগ্রি কলেজের ছাত্র দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম বাবলু, অপন, এনাম, শাহীন, জুয়েল, রোমান, শামীম, ইমাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি মেয়র লুৎফুর রহমান এবং ৯ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলারদের বিপুল ভাবে মাল্যভূষিত করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়