Monday, January 3

প্রথীক বরাদ্ব

প্রার্থীদের প্রচারনা জোরদার
কানাইঘাট পৌরসভার নির্বাচনে
মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ


আগামী ১৮ জানুয়ারী অনুষ্টিতব্য সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের সোমবার উপজেলা রিটানিং অফিসার এর কার্য্যালয় থেকে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। মেয়র ও সাধারন কাউন্সিলর প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পাওয়ার পর পৌর-বাসীকে সালাম ও দোয়া জানিয়ে মাইকিং সহ ব্যাপক পচারণায় নেমে পড়েছে। মেয়র পদে উপজেলা আ'লীগের সভাপতি লুৎফুর রহমান (উড়োজাহাজ), বিএনপি'র সাধারন সম্পাদক হাজী আব্দুল মতিন (কাপ-পিরিছ) জামাত নেতা মোঃ ওলিউল্লাহ (দেওয়াল ঘড়ি), আ'লীগে নেতা বানু লাল দাস(চশমা), বিএনপি নেতা হাজী আব্দুল মালিক (দোয়াত কলম) জাতীয় পার্টির নেতা সুহেল আমীন (আনারস), ব্যবসায়ী তাজ উদ্দিন (তালা) প্রতীক বরাদ্ধ পেয়েছে। সাধারন কাউন্সিলর পদে ১ং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (মোরগ), ফজলুর রহমান চৌধুরী (ফুটবল), নুরুল হোসেন (হরিণ), সিরাজ উদ্দিন (চাঁদ), ২ং ওয়ার্ডে সামছুল হক (ফুটবল), শরিফুল হক (বালতি), সফর আলী (হরিণ), শরিফ উদ্দিন (মোরগ), আব্দুল হান্নান (চাঁদ), ৩নং ওয়ার্ডে হাজী আব্দুল মালিক (বালতি), বিলাল আহমদ (মোরগ), কামাল উদ্দিন (ফুটবল), শরিফ উদ্দিন (ঘুড়ি), ফকরুল ইসলাম (আপেল), মোস্তফা কামাল (হরিণ) ৪নং ওয়ার্ডে মোস্তাক আহমদ (মোরগ), সিদ্দিক আহমদ (হরিণ), হাবিব আহমেদ (আপেল), হারুন আহমদ (ফুটবল), ইসলাম উদ্দিন (বালতি), ৫নং ওয়ার্ডে হাফিজ নুর উদ্দিন (ফুটবল), নিজাম উদ্দিন (মোরগ), কামরুল হাসান (হরিণ), আব্দুল্লাহ (আপেল), ৬নং ওয়ার্ডে মোঃ ফখরুদ্দিন (বালতি), ফখর উদ্দি্ন (হরিণ), ৭নং ওয়ার্ডে মাসুক আহমদ (মোরগ), আব্দুর রহিম (হরিণ), জালাল আহমেদ (ফুটবল), আব্দুস সালাম (বালতি), ৮নং ওয়ার্ডে ইবাদুর রহমান (বালতি), তাজ উদ্দিন (ফুটবল), চমক রঞ্জন দে (চাঁদ), জ্যোর্তিভূষণ চৌধুরী (হরিণ), শাহিন আহমদ (মেরাগ) এবং ৯ং ওয়ার্ডে আব্দুল খালেক (চাঁদ), হাবিব আহমেদ (আপেল), নরুল ইসলাম আদিল (ফুটবল), শুনিল চন্দ দাস (বালতি), আব্দুল মুতলিব(মুরগ) আব্দুল খালেক(ঘুড়ি)শাহাবউদ্দিন চৌঃ(হরিণ)। সংরতি ওয়ার্ডের মহিলা কাউন্সিলার পদে ১নং ওয়ার্ডের ফয়জুন নেছা (কলস), রানু বেগম (পদ্মফুল), ছিদ্দিকা বেগম (বই), ২নং ওয়ার্ডে আছিয়া বেগম (বৈদুতিক বাল্ব), হালিমা বেগম পদ্মফুল, হাফছা বেগম (কলস), ৩নং ওয়ার্ডে রুকসানা বেগম (কলস), আসমা বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে মনোয়ন প্রত্যাহারের শেষ দিনে (২জানুয়ারী) কানাইঘাট পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলার পদে তিনজন প্রাথর্ী তাদের মনোয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন ১নং ওয়ার্ডের জামাল উদ্দিন, ৬নং ওয়ার্ডের কবির উদ্দিন এবং ৭নং ওয়ার্ডের হারুন রশিদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়