কানাইঘাটে ইভটিজিং প্রতিরোধ বিষয়ক
আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
গত মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট লাইফ কেয়ার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে ইভটিজিং প্রতিরোধ বিষয়ক প্রামাণ্যচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও লাইফ কেয়ার স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুমান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল মুমিন চৌধুরী, প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন কানাইঘাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিকিা নুর জাহান বেগম নিশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট মাধ্যমিক বেসরকারী শিক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান, মাসুদ আহমদ চেয়ারম্যান, এডভোকেট মামুন রশিদ। বক্তব্য রাখেন ফয়সল আহমদ, নজরুল ইসলাম সাজু, দেলওয়ার হোসেন, কাওছার আহমদ সুমন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়