নারী নির্যাতন প্রতিরোধে সমাজ ও
রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন জরুরী
একবিংশ শতাব্দির সামগ্রিক উন্নয়নের বিপরীতে নারী নির্যাতন মারাত্মক বাধা। তাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নারী নির্যাতন প্রতিরোধে সচেতন মহল সোচ্চার হয়ে উঠছে। অথচ বিশ্ব সাম্রাজ্যবাদ অত্যন্ত সুকৌশলে নারী নির্যাতনসহ নান সামাজিক অপকর্মকে উৎসাহ দিচ্ছে। এর বিপরীতে উন্নয়ণকামী দেশ সমূহের সচেতন নারী পুরুষ জনমত সৃষ্টি করে চলেছে। এসব দেশের জনগণ বিরাজমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের পাশাপাশি সাময়িক নিরাপত্তার প্রত্যাশায় নানা আন্দোলন সংগ্রামের সাথে নানা রাজনৈতিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রণয়ণ নয়, এজন্য মানুষের মৌলিক চাহিদা অন্ন,বস্ত্র,বাসস্থান,শিা, চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা অনিবার্য। তাই যতদিন পর্যন্ত শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ততোদিন সত্যিকার অর্থে নারী নির্যাতনসহ সামাজিক অপরাধ প্রতিরোধ সম্ভব নয়।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প উপল েজাতীয় নারী জোট সিলেট শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন। গতকাল রোববার নজরুল একাডেমী মিলনায়তনে 'নারী নির্যাতন প্রতিরোধে করণীয়' শীর্ষক এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নারী জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক, জাসদের কেন্দ্রীয় নেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদের সহধর্মিনী নারী নেত্রী শামীম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন নারী সংগঠক শারমীন আক্তার লিসা। আলাচনা ও মতবিনিময়ের আগে মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সমাজপ্রগতি,গণতন্ত্র ও সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান আইনজীবী অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, জেলা জাসদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, জামালগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, শিাবিদ ও সমাজসেবী আয়েশা চৌধুরী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক লালমোহন দেব, কৃষি বিষয়ক সম্পাদক কিবরিয়া বকুল, জাতীয় মহিলা পার্টির মহানগর সভাপতি শিউলী আক্তার, বিশিষ্ঠ সমাজসেবী, নারীনেত্রী হাসিনা শীরু, বিশিষ্ঠ গবেষক গীতা রাণী শমর্্মা, জেলা বাসদের সদস্য সচিব রনেন সরকার রণি, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রীণা কর্মকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নেত্রী নিলুফার ইয়াসমিন। উপস্থিত ছিলেন, জেলা জাসদ সভাপতি আলহাজ মোহাম্মদ কলন্দর আলী, জাসদ নেতা আব্দুস সাত্তার চৌধুরী, মাহমুদ আলী, আলাউদ্দিন আহমদ মুক্তা, জহির আহমদ শোয়েব, কামাল আহমদ, আব্দুল হাসিব চৌধূরী, হুমায়ুন কবির, ওয়েছুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম দীপু, হালিম আহমদ প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়