Monday, November 22

কানাইঘাটে সেভেন স্টার ক্রিকেট টুর্নামেনট সম্পন্ন

কানাইঘাটে সেভেন স্টার ক্রিকেট টুর্নামেনট সম্পন্ন

কানাইঘাট ভদ্রচটি সেভেন স্টার স্পোর্টিং কাব আয়োজিত ২দিন ব্যাপি সিঙ্ এ সাইড ক্রিকেট টুনর্ামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্টান গতকাল (২১/১১/১০) রোববার বিকেলে অনুষ্টিত হয়। সহানীয় ভদ্রচটি গ্রাম সংলগ্ন মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি, সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম। সেভেন স্টার স্পোর্টিং কাবের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সেক্রেঠারী কামাল উদ্দিন ও সহ সেক্রেঠারী জামিল আহমদের যৌথ পরিচালনায় সংপ্তি বক্তব্য রাখেন কাবের উপদেষ্টা ফজলে রব্বানী, সদস্য মক্তার আহমদ, আব্দুল বাছিত, রুবেল, সুর্য তরুন ক্রিকেট কাবের অধিনায়ক শাহরিয়ার বখ্ত সাজু ও এস.এম.সি.সির অধিনায়ক আম্বিয়া প্রমুখ।টুনর্ামেন্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিন্দান্ত নেয় আগফৌদ নারাইনপুর সুর্য তরুন ক্রিকেট কাব। তারা ৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। সরদারমাটি ক্রিকেট কাব (এস.এম.সি.সি.) ৭৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিধর্ারিত ৬ ওভারে ৫ উইকেটে ৬৭ রান করতে সম হয়। ফলে ৬ রানে চ্যাম্পীয়ন হয় সুর্য তরুন ক্রিকেট কাব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পীয়ন কাবের ফজলে রাব্বী রিমন ও ম্যান অব দ্যা সিরিজ রানার্স আপ কাবের ইলিয়াছ। ধারা ভাষ্যকার ছিলেন সিদাম বাবু। প্রদান অতিথি চ্যাম্পীয়দের মধ্যে পুরস্কার হিসেবে ১টি ১৪ ইঞ্চি টেলিভিশন বাবদ নগদ ২হাজার ২শ টাকা ও ট্রফি, রানার্স আপের মধ্যে ৯ ইঞ্চি টেলিভিশন বাবদ নগদ ১হাজার ২শ টাকা এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করেন। উলেখ্য, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভদ্রচটি সেভেন স্টার স্পোর্টিং কাব আয়োজিত ২দিন ব্যাপি সিকা্র-এ সাইড ক্রিকেট টুনর্ামেন্ট গত শনিবার শুরু হয়েছিল। # (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়