.................হাফিজ মজুমদার এম পি
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন, জাতির চালিকা শক্তি কৃষক ভাইদের উন্নতি না হলে দেশের অগ্রগতি উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধীকার দিয়ে কৃষকদের কল্যাণে ইতিমধ্যে যুগান্তকারী পদপে গ্রহণ করেছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণের জন্য তার ব্যক্তিগত প থেকে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেতে পারে। সে ল্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার, কৃষিপণ্য বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন ,কৃষি েেত্র সিলেট বিভাগ দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে রয়েছে।সিলেটের সমস্ত অনাবাদি জমি কৃষি েেতর আওতায় আনার জন্য সরকার সিলেটের জন্য শত শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। হাফিজ আহমদ মজুমদার গত শনিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ উপল্যে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কানাউঘাট উপজেলা নির্বাহী কর্মকতর্া মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ড. রতন চন্দ্র দে'র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা আ'লীগ নেতা লুকমান চৌধুরী, জমির উদ্দিন প্রধান, কুয়েত শাখা আ'লীগের সিনিয়র নেতা আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ'লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস। বক্তব্য রাখেন ৭নং দণি বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, শফিক আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার কৃষি পুনর্বাসন কর্মসূচী-০২/২০১০ এর আওতায় ৬হাজার ২শ ৬০জন কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়