Wednesday, September 15

কানাইঘাটে পাথর কুচি পাতা থেকে বিদ্যুত আবিষ্কৃত

সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি চৌমূহনীতে গত কাল মঙ্গলবার (১৪আগস্ট) পাথর কুচি পাতা থেকে আবিস্কৃত বিদু্ত এর ডিলার অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে। স্থানীয় গাছবাড়ী মহিলা মাদ্রাসার হল রুমে বিকেল ৪ টায় এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বাণীগ্রাম ইউপির চেয়াম্যান মাসুদ আহমদ।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলম অটো লাইট প্রাঃ লিঃ এর চেয়ারম্যন ফয়েজ আহমদ । তিনি তার বক্তব্যে বলেন , জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ফিজিক্্র বিভাগের চেয়ারম্যান ডক্টর কামরুল আলম খান পাথর কুচি পাতা থেকে বিদু্ত আবিষ্কার করেছেন। এ বিদু্তে এসি,ডিসি চলে। গ্রাম-গঞ্জের যেখানে বিদু্যতের আলো পৌছেনি, সেখানে আলম অটো লাইট লিমিটেড সল্প খরছে সহজেই বিদু্ত বিতরণ করবে। বিশেষ অতিথির বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর মফিজুল আলম পবিত্র কুরআনের সূরা ইয়াসিনের ৮৩ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন,"তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগি্ন উতপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগি্ন প্রজ্বলিত কর।" ব্যাপক গবেষণার পর পাথর কুচি থেকে আবিস্কৃত সিপিএস বিদু্যৎ আলম অটো লাইট লিমিটেডের মাধ্যমে ইতিমধ্যে দেশের টাঙ্গাইল, চাঁদপুর, গাজীপুর ও সিলেট জেলা সহ আরও বিভিন্ন স্থানে চালু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এল েতিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন ,পর্যায়ক্রমে দেশের অন্যান্ন স্থানে এ প্রযুক্তির বিদু্যৎ সুবিধা পৌছে দেয়া হবে। বাংলাদেশকে বিদু্যতায়িত করে বর্হিবিশ্বেও পাথর কুচির পাতা থেকে আবিষ্কুত বিদু্যৎ রফতানি করা যাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলম অটো লাইট প্রাঃ লিঃ এর ডিরেক্টর আজিম উদ্দিন আহমদ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ সফিকুর রহমান খান, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম। বিপূল সংখ্যক ছাত্র শিক, এলাকাবাসির উপস্থিতে উৎসব মূখর এ অনুুষ্ঠান পরিচালনা করেন যুবনেতা মাহবুবুর রহমান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মজিদ। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিঙ্ বিভাগের চেয়ারম্যান ডক্টর কামরুল আলম খান আবিস্কৃত পাথর কুচি পাতা থেকে বিদু্যৎ প্রযুক্তির মাধ্যমে একটি এনার্জি বাল্ব ও টেবিল ফ্যান চালিয়ে উক্ত সিস্টেম প্রদর্শন করা হয় । এ অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন আলম অটো লাইট প্রাঃ লিঃ ইনজিনিয়ার আনিসুর রহমান,সিলেট বিভাগীয় ডিরেক্টর মোঃ আব্দুল্লাহ , কানাইঘাট উপজেলা ডিলার আব্দুল হান্নান ও আব্দুল মজিদ,সাংবাদিক আমবিয়া চৌধুরী, ঝিংগাবাড়ী ইউপি সদস্য সইদুর রহমান,মৌলবী আলতাফ ,নুরুল হক মেম্বার প্রমুখ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়