কানাইঘাটের শারিরীক প্রতিবন্ধী বাহার উদ্দিনের পরিচালনায় এবং গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেটের সহযোগীতায় কম্পিউটার কুইক লাক কম্পিউটার একাডেমীতে একটি কম্পিউটার বিতরণ করেছেন চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি মামুনুর রশীদ মামুন। তিনি গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় স্থানীয় ঝিংগাবাড়ী ইউপি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্টানে বিপুল সংখ্যক ছাত্র শিক, অভিবাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে প্রতিবন্ধী বাহারের হাতে কম্পিউটার হস্তান্তর করেন। এসময় উপ?িহত ছিলেন ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান সইফ উল্লাহ, কানাইঘাট ডিগ্রী কলেজের সহঅধ্যাপক ফরিদ উদ্দিন, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্টাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল ওদুদ, সমাজসেবী ডাঃ আবু শহীদ শিকদার, গাছবাড়ী বাজারের ব্যবসায়ী রফিক আহমদ, জামাল উদ্দিন ,সাংবাদিক কাওসার আহমদ,যুবনেতা আবুল হোসেন,মিনহাজ উদ্দিন, ছাত্রনেতা দেলওয়ার হোসেন প্রমূখ। সংপ্তি বক্তব্যে সমাজসেবী মামুনুর রশীদ মামুন বলেন, শারিরীক প্রতিবন্ধীরা আজ সমাজের বোঝা নয়, তারা সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবন্ধী মানুষেরা ও উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারেন। তারই প্রমান বাহার উদ্দিন। শারিরীক প্রতিবন্ধী হলেও পড়াশোনা শিখে ব্যক্তিগত জীবনে যতেষ্ট দতার পরিচয় রেখে চলেছেন।এখন গ্রামীন জনপদে একজন কম্পিউটার প্রশিক হিসেবে প্রতিদিন আরো বহু তরুন,যুবক ও শিতি বেকার লোকজনকে কম্পিউটার শেখাতে সম হবেন তিনি।এতে স্বল্প খরচে স্থানীয় প্রশিনার্থীরা যেমনি উপকৃত হবেন, তেমনি ঘরে বসে বাহার প্রতিমাসে কয়েক হাজার টাকা উপার্জন ও করতে পারবেন। তিনি তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এ যুগে তরুন যুবকদের কম্পিউটার শিখে নিজেদের বিকশিত করে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখার আহবান জানান।
কানাইঘাটে কম্পিউটার একাডেমীতে কম্পিউটার বিতরণ
দেলওয়ার হোসেন সেলিম:
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়