Monday, July 19

কানাইঘাট উপজেলা প্রশাসনে জনবল সংকট

স্টাফ রিপোর্ট:
জনবল সংকটের কারনে কানাইঘাট উপজেলা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে স্তবিরতা বিরাজ করছে।গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘ দিন ধরে শূন্য থাকায় প্রতিদিন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার বিভিন্ন সরকারী অফিসের মোট ৪৪৪ টি পদের মধ্যে প্রথম শ্রেণীর ১০জন কর্মকর্তাসহ ২০১ টি পদ শূণ্য রয়েছে । জনবল সংকটের কারনে প্রশাসনিক কার্যক্রম কুড়িয়ে কুড়িয়ে চলছে । এতে করে প্রশাসনের দ্রুত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার লোকজন । বিশেষ করে সরকারী কমিশনার (ভূমি) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা , মৎস্য কর্মকর্তা , স্যাটেলমেন্ট কর্মকর্তা , হিসাব রন কর্মকর্তা , পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তার পদ দীর্ঘ দিন ধরে শূণ্য রয়েছে । এছাড়া দ্বিতীয় শ্রেণীর ২৩ টি পদের মধ্যে ৫টি, ৩য় শ্রেণীর ৩০২ টি পদের মধ্যে ১৪৪ টি এবং ৪র্থ শ্রেণীর ৮৮ টি পদের মধ্যে ৪২ টি পদ শূন্য রয়েছে । অধিকাংশ অফিসের সরকারী কর্মকর্তার পদ শূণ্য থাকায় অফিস পাড়ায় আগত লোকজন প্রশাসনের দ্রুত সেবা পেতে বিড়ম্বনার শীকার হচ্ছেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দাপ্তারিক দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসাবে কানাইঘাট পৌরসভার প্রশাসক,সহকারী কমিশনার (ভূমি)র দায়িত্ব পালন করছেন । জন গুরুত্বপূর্ণ দপ্তর ভূমি, স্যাটেলমেন্ট , প্রাথমিক শিা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, হিসাব রণ কর্মকর্তার পদ শূণ্য থাকায় এসব দপ্তরে আগত সরকারী চাকুরীজিবি থেকে শুরু করে সাধারণ লোকজন নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন । জুড়া তালি দিয়ে ২য় শ্রেণীর কর্মকর্তাদের দিয়ে এসব অফিসের প্রশাসনিক কার্জক্রম চলছে। তাছাড়া জনগুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন এম বি বি এস ডাক্তারের স্থলে মাত্র ২ জন এম বি বি এস ডাক্তার কর্মরত রয়েছেন । ইউ এইচ ও এর পদটি ১ মাস ধরে শূণ্য থাকায় চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে ।স্থানীয় প্রশাসন এসব পূর্ণাঙ্গ শূণ্যপদ পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও অনেক গুরুত্ব পূর্ণ অফিসে প্রথম শ্রেণীর কর্মকার্তাদের শূণ্য পদটি ও পূরণ হচ্ছেনা । জনস্বার্থে কানাইঘাটবাসী দ্রুত এসব সরকারী কর্মকর্তাদের শূণ্য পদ পূরণের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের হস্তপে কামনা করেছেন ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়