Monday, July 19

কানাইঘাটে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়

মাহবুবুর রশিদ:
কানাইঘাটের জনগূরুত্বপূর্ণ কয়েকটি সড়কে গাড়ীর চালক ও হেলপাররা জ্বালানী তেল,গ্যাসের, উর্ধগতি,ইত্যাদি অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে খবর পাওয়া গেছে।অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চালক ও হেলপারদের সাথে যাত্রীদের তর্কাতর্কি,মারামারির ঘটনা এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি কানাইঘাটে রোড পারমিটবিহীন গাড়ির সংখ্যা বৃদ্বি পেয়েছে, এসব গাড়িতে অদ ড্রাইভার যারা যাত্রীদের সাথে অসৎ ব্যবহার করে,গাড়িতে ভাড়া নির্ধারণের কোন তালিকা না রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে বলে জানা গেছে। যার কারণে ভুক্তভোগী যাত্রীরা মারাত্মক ভাবে হয়রানির শিকার হচ্ছেন।কানাইঘাট পৌর শহরের রিক্সা ভাড়া অস্বাভাবিক ভাবে বেড়ে চলছে। পৌর শহরের বিভিন্ন পয়েন্টে রিক্্রা ভাড়ার নির্ধারিত তালিকার সাইনবোর্ড থাকলেও তা মানছেন না রিক্সার ড্রাইভাররা,তারা যাত্রীদের কাছ থেকে মন ইচ্ছে মত ভাড়া আদায় করছে। রিক্সা ভাড়া নিয়ে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয়। আলমগীর নামের এক রিক্সা ড্রাইভার জানান,পৌর সভায় রিক্সা ভাড়ার রেট কমানো হয়েছে কিন্তু বাজারে দ্রব্যমূল্যের দামত কমছেনা, বরং প্রতিদিন বাড়ছে, সাইনবোর্ডে উল্লেখিত ভাড়ায় তাদের পোষেনা বলে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকেন। যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় প্রসঙ্গে কানাইঘাট বাস ষ্টেন্ড ম্যানেজার ফিরোজ মিয়া বলেন, আমার জানামতে ষ্টেন্ডের ড্রাইভাররা অতিরিক্ত ভাড়া নেয়না তারপর ও আমি দেখব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়